নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গাঃ
জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট নামক স্থানে নিজের পোষা ভেড়া বাঁচাতে গেলে ট্রেনে কেটে সফুরা খাতুন(৫০)
নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টাই খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত সফুরা খাতুন উথলী গ্রামের মাঝের পাড়ায় ইদ্রিস আলীর স্ত্রী।